সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ডে জাপা নেতা দিদার গ্রুপের হামলায় জামায়াত নেতাসহ আহত ১৪

বাড়বকুণ্ডে জাপা নেতা দিদার গ্রুপের হামলায় জামায়াত নেতাসহ আহত ১৪

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের আয় ব্যয়ের হিসাব চাওয়ায় জাতীয় পার্টির সভাপতির ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বাড়বকুন্ডের মাহমুদাবাদ গ্রামে উত্তর মাহমুদাবাদ জামে মসজিদের বাইরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোঃ ফারুক নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদাবাদ গ্রামের উত্তর মাহমুদাবাদ জামে মসজিদের আয় ব্যয়ের হিসাব চাওয়া হয় মসজিদ কমিটির সাবেক সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি দিদারুল কবিরের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সাথে দিদারুল কবিরের দ্বন্দ্ব দেখা দেয়। আজ শুক্রবার জুমার নামাজের পর দিদারুল কবিরের নেতৃত্বে ৫০ হতে ৬০ জন উশৃংখল যুবক জামায়াতের কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত ও অন্তত আরো ১০ জন বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়। তবে জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনায় বিএনপিও জড়িত বলে অভিযোগ করছে।

বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মঞ্জু বলেন,”দিদারুল কবিরের নেতৃত্বে বিএনপি’র কিছু ভাসমান ও ভাড়াটিয়া সন্ত্রাসী ছুরি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত জামায়াত কর্মী ফারুককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আবু সুফিয়ান, পারভেজ ও হাসান সহ সর্বমোট অন্তত ১৪ জন নেতাকর্মী বিভিন্নভাবে আহত হয়।”
বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন,”এটা কোন দলীয় বিষয় নয়। সবাই কোন না কোন দলের সমর্থন করে এই কারণে হয়তো দলের নামটা চলে এসেছে। তবে এখানে মূলত মসজিদ কমিটি গঠন নিয়ে গন্ডগোল হয়েছে। জামায়াত নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বসে মীমাংসা করে নিব।”
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলম জহুর বলেন,”জাতীয় পার্টির সভাপতিকে মসজিদ কমিটি থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। বিএনপি’র কোন নেতৃবৃন্দ এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।”
তবে এ বিষয়ে জানতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দিদারুল কবিরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,”বাড়বকুণ্ডের মারামারি ঘটনাটা আমরা অবগত হয়েছি। এটা নিয়ে খোঁজখবর নিচ্ছি। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *