সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / বাড়বকুণ্ডে মহিলা মেম্বার কর্তৃক ক্লাব দখল!

বাড়বকুণ্ডে মহিলা মেম্বার কর্তৃক ক্লাব দখল!

মোঃ ফারুক,Sitakund Sporting Photo
৪জুন(সীতাকুন্ড টাইমস ডটকম)-
বাড়বকুন্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামের এতিহ্যবাহী বাড়বকুন্ড ইয়ং স্পোটিং ক্লাবটি দখল করে নিয়েছে বাড়বকুন্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী ও  ইউপি’র মহিলা মেম্বার স্মৃীতিলতা ভারতী। আদলতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ক্লাবটি দখল করে নেয় সে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন মঙ্গলবার দুপুর ৩টার সময় স্থানীয় মহিলা আওয়ামীলীগের নেত্রীর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল ক্লাবটি দখল করে ওয়াল নির্মান করে। এতে জায়গার মালিক ছালেহ আহমদের ছেলে সেকান্দর হোসাইন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে। ইয়ং স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্রগ্রাম উত্তর জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিদারুল কবির দিদার সাংবাদিকদের বলেন, ১৯৮০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ক্লাবটিতে ১১০ জন সদস্য রয়েছে। ক্লাবের কিছু কাজ বাকী থাকায় একটি চক্র ক্লাবটি ইতিপূর্বেও কয়েকবার দখলের চেষ্ঠা করেও ব্যর্থ হয়। বর্তমানে আদালতে মামলা চলছে এবং ক্লাবটির উপরে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। জায়গার মালিক সেকান্দর হোসাইন জানান, আমাদের পরিবার ১৯৮০ সালে দুইশতক জায়গা ইয়ং স্পোটিং ক্লাবের নামে দেয়। বর্তমানে এলাকায় ক্লাবটির যথেষ্ট সুনাম রয়েছে। সীতাকুন্ড মডেল থানার এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজ বন্ধ রাখার জন্য আদালতের একটি নোটিশ দেওয়ার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছে শুনেছি। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইদিকে মেম্বার ও আওয়ামীলীগের মহিলা নেত্রী স্মৃতিলতা ভারতীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এইটি আমাদের দেবোত্তর সম্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *