সীতাকুণ্ড প্রতিনিধি : ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে আগামী শনিবার দক্ষিণ সোনাইছড়ি জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে এক ঝাঁক দেশবরেণ্য খ্যাতি সম্পন্ন আলেমের উপস্থিতিতি গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সোনাইছড়ি ৬ নং ওয়ার্ড শাখা ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল দাওয়াতে খায়র মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানেআলহাজ্ব মাহবুব আলম বাবুলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম. এ. শীপ ব্রেকিং লি: চেয়ারম্যান আলহাজ্ব মো: মাহবুবুল আলম। বিষয় ভিত্তিক তকরীর পেশ করবেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজবী , কালু শাহ (রহ) জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী , ঢাকা শাহজাহানপুর গাউছুল আজম জামে মসজিদের খতিব সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী , ঢাকা খিলগাঁও তাহেরীয়া কমপ্লেক্সের খতিব মাওলানা মো: জয়নাল আবেদীন কদেরী ,ঢাকা শাহজাহানপুর গাউছুল আজম জামে মসজিদের খতিব আব্দুল মোস্তফা রহিম আজহারী , দাওয়াতে খায়র কেন্দ্রীয় বিভাগের প্রধান মুয়াল্লিম মাওলানা এমরান হাসান আল কাদেরীসহ উপজেলার বিভিন্ন আলেম উপস্থিত থাকবেন। মাহফিল পরিচালনা কমিটি সকল দ্বীনি ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।