সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

সন্দ্বীপে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ, চট্টগ্রাম।

গত ৫ জুলাই ছাত্র জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)
সন্দ্বীপ উপজেলার উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির কমপ্লেক্স কার্যালয় চত্বরে মঙ্গলবার সকাল ১১ টায় এ কর্মসূচি উদযাপন করা হয়।

বিএনপি নেতা আজমত আলী বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এডভোকেট আবু তাহের, আলমগীর হোসাইন ঠাকুর, আবুল কাসেম মাস্টার, মামুন চেয়ারম্যান, জয়নাল আবেদীন বাকের, ফোরকান উদ্দিন রিজভী, জাহেদ কামাল প্রমুখ। এসময় বক্তারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন তাদের কাছে আজ পুরো জাতি কৃতজ্ঞ। বক্তারা কর্মী সমর্থকদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানিয়ে বলেন কোন হিন্দু সম্প্রদায় বা তাদের মন্দির, ঘরবাড়ি আক্রান্ত হলে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে বিএনপি এর দায় নেবে না। তারা আরো বলেন সকল সম্পদ বিএনপি কর্মিদের পাহারা দিতে হবে। সাধারণ জনগণকে যে কোনো সমস্যার খবর বিএনপি নেতৃবৃন্দকে জানানোর অনুরোধ করা হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর পরই সোমবার বিকালে সন্দ্বীপের চারপাশের ঘাট দিয়ে সন্দ্বীপে আগমন করে লাখো নির্যাতিত বিএনপি জনতা। তারা আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে। এসময় তাদেরকে দলীয় কার্যালয় ধুয়ে মুছে পরিষ্কার করতে দেখা যায়। টানানো হয় কার্যালয়ের সাইনবোর্ডও । এদিকে তাৎক্ষনিক উপজেলা কমপ্লেক্স এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *