সন্দ্বীপ প্রতিনিধি , সীতাকুণ্ড টাইমস ঃ
সন্দ্বীপ বড় তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে ১৬ জন মা অংশগ্রহণ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলদারুল আলম এবং সহকারি শিক্ষক সুফিয়া বেগম শিক্ষার্থীদেরকে প্রতিদিন স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন । বাড়ীতেও যাতে নিয়মিতভাবে পড়ে,সে ব্যাপারে যত্ববান হবার জন্য আহ্বান জানান। ইন্সট্রাকটর মোঃ রুহুল আমীন আলোচনায় বলেন Ñ প্রত্যেক মা যদি নিজ সন্তানের লেখাপড়ার ব্যাপারে শিক্ষকের মত ভূমিকা পালন করেন ,তাহলে তার সন্তান লেখাপড়ায় পিছিয়ে থাকতে পারে না, সে সন্তান অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে । ভাল ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির পাশাপাশি বাড়ীতেও দিনের পড়া দিনে শিখে ফেলতে হবে । শিক্ষার্থীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে । এজন্য বিদ্যালয়ের আশ-পাশ,বাড়ী-ঘর,আঙ্গিনা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে । অবশ্যই মশারী টাঙ্গাতে হবে । এছাড়া কুকুরের উপদ্রব,সাপের দংশন,বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ যাতে শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবসময় শিশুর প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান । এরকম একটি আলোচনা সভা করার জন্য উপস্থিত মা-গণ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।