সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সাবেক পানি সম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকী’র ১০ম মৃত্যু বার্ষিকী আজ

সাবেক পানি সম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকী’র ১০ম মৃত্যু বার্ষিকী আজ

কামরুল ইসলাম দুলু: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক পানি সম্পদ মন্ত্রী, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ পহেলা আগস্ট।

২০১৪ সালের এই দিনে তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ড উপজেলার রহমতনগর গ্রামে সকালে কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মরহুম এলকে সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৩৯ সালের ১৫ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে জম্মগ্রহন করেন। অধ্যাপনারত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত এলকে সিদ্দিকী পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন। ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিদ্যুৎ,পানি ও বন্যা নিয়ন্ত্রন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ১৯৭৯ সালে তিনি জাতিসংঘের ৩৪তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৯১ ও ১৯৯৬ সালেও তিনি জাতীয় সংসদ নির্বাচিত হন। ১৯৯২-৯৪ সালে তিনি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *