সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আওয়ামীলীগ মনোনয়ন চেয়ে আর বিএনপি মুক্তির দাবীতে পোষ্টারিং

সীতাকুণ্ডে আওয়ামীলীগ মনোনয়ন চেয়ে আর বিএনপি মুক্তির দাবীতে পোষ্টারিং

কামরুল উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। নানান সমীকরণে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের অনেক প্রার্থীরায় নৌকার মাঝি হতে চাই। তাই চলছে ব্যাপক প্রচারণা, ছেয়ে গেছে পোস্টার। কেউ ভোট চেয়ে কেউবা শুভেচ্ছা জানিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সীতাকুণ্ডের মধ্যে চলছে টানটান উত্তেজনা। জনগণ এখন শুধু অপেক্ষায় আছে কে পাবে মনোনয়ন?
জানা গেছে,ক্ষমতাসীন দল আওয়ামীলীগ একক এবং মহাজোটগতভাবে প্রার্থীতা ঠিক করেছে অনেক আগেই। গতবারের মত এবারো মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে আছেন চট্টগ্রাম -৪ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
মনোনয়ন পাওয়ার লড়াই আছেন চট্টগ্রাম উত্তর জেলার যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইঞা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী,সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, মেসার্স সিমনি শিপিং লাইনস এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমরান, এবং সদ্য আওয়ামীলীগে যোগদান করা উত্তর কাট্টলীর অ আ ম হায়দার আলী।

অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে দলটির যুগ্মমহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তি ছাড়া কিছু চিন্তা করছেনা। তাহার নিঃশর্ত মুক্তি চেয়ে পোস্টার ছেয়ে গেছে পুরো সীতাকুণ্ডে। তাহার মুক্তিতেও সীতাকুণ্ডে চলছে ব্যাপক আন্দোলন।
এছাড়াও জাতীয় পার্টি থেকে দিদারুল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আনোয়ার সিদ্দিক চৌধুরী নির্বাচন করবে বলে জানা গেছে। এদিকে
বাংলাদেশ ইসলামী ফ্রন্টও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *