সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আলোকিত যুব সংঘের শিশু দিবস পালন

সীতাকুণ্ডে আলোকিত যুব সংঘের শিশু দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি,সীতাকুণ্ড টাইমস ঃ
বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোকিত যুব সংঘের উদ্যোগে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকাল পাঁচটায় আলোকিত যুব সংঘের প্রধান কার্যালয় সৈয়দপুরের কেদারখিল গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারুফ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যামিকেল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দে রেড্ডি, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি দে, আলাকলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রায় চৌধুরী, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শফিউল ইসলামসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি পড়ে শোনান। পরবর্তীতে বঙ্গবন্ধুর জীবনের উপর একটি কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তিনি। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নাফিস, মাহি ও আফরিদার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ১০০ টি ফলজ চারা বিতরণ করা হয়।
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন আলোকিত যুব সংঘের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *