সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ সীতাকুণ্ডে এই প্রথমবারের মত ইত্তিহাদ ফাউন্ডেশন পৌরসদরের স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সাতশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ তাহমিদুল হক চৌধুরী। তিনি জানান গত শুক্রবার সকাল ১০ টা থেকে সীতাকুণ্ড সরকারী হাই স্কুলে বৃত্তি পরীক্ষায় অনুষ্টিত হয়েছে। পরীক্ষাচলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইত্তিহাদ ফাউণ্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ তৌহিদুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি ইমাম উদ্দিন, সাংবাদিক দিদার হোসেন প্রমুখ।
যারা এই আয়োজনের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপস্থিত সদস্যরা হলেন:
সভাপতি: মোঃ তাহমিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক: মোঃ নূর মোহাম্মদ জাহেদ,সাংগঠনিক সম্পাদক: মোঃ সানজীদুল আলম রাজভী,অর্থ সম্পাদক: মোঃ নাফিস ইব্রাহিম
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ হাসান উদ্দিন নিশান
প্রচার ও যোগাযোগ সম্পাদক: মোঃ রবিন হায়দার
সাংস্কৃতিক সম্পাদক: মোঃ জুবায়ের আলম
ক্রীড়া সম্পাদক: মোঃ মাহমুদুল্লাহ
এছাড়া অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে রাকিব, সামী, ইমন এবং বোরহান আবিদসহ আরো অনেক সদস্যও উপস্থিত ছিলেন। তারা সবাই পরীক্ষার সফল আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন। পরীক্ষায় ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা তৌহিদুল হক চৌধুরী।

কেন্দ্র পরিদর্শন করে স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, যারা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের উপস্থিতি ও সমর্থন ফাউন্ডেশনকে মানবসেবায় উৎসাহিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *