সংবাদ শিরোনাম
Home / আইন আদালত / সীতাকুণ্ডে গভীর রাতে ঘরে তালা লাগিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখল

সীতাকুণ্ডে গভীর রাতে ঘরে তালা লাগিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক ঃ গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানাযায় সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডের বটতল এলাকায় ফকির আহমেদের বাড়ির নিরাপত্তা দেয়াল ও বসত ঘর ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় ফকির আহমেদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ৯৫১

১৬ অক্টোবর রাত ৩টার সময় একই এলাকার নুরুল ইসলামের নেতৃত্বে নজরুল ইসলাম (সুরুজ) রানাসহ/৬/৭ জনের একটি গ্রুপ বাড়ির দরজা এবং রান্নাঘর জোরপূর্বক ভেঙ্গে ফেলে টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। দখলে বাধা দেওয়ায় ফকির আহমদের স্ত্রীক ফিরোজা বেগম ( ৭০) পিটিয়ে জখম করে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই রবি চরণ জানান, এ ঘটনায় ফকির আহমেদ বাদী হয়ে নুরুল ইসলাম ( সুরুজ) ও নজরুল ইসলাম সহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং থানার ডাইরিটি অধতব্য অপরাধ তদন্তের অনুমতির জন্য চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, তাদের পুরানো বাউন্ডারি ওয়াল তারা ভেঙেছেন কারো ওয়াল ভাঙ্গেননি এবং কোন জায়গা দখল করেননি। প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *