সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন আজ সকালে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষেদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। এতে প্রায় দেড়শতাধিক রোগীকে ৫জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই সেবা প্রদান কর। অনেক রোগিকে এলবিয়নের সৌজন্যে ফ্রি ওষুধও দেওয়া হয়েছে।
৯ অক্টোবর, রবিবার সীতাকুণ্ডস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ)। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাসুক আহসান আলী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. নাজমুল মোরশেদ চৌধুরী, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রিফাত কামাল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌরভ সরকার এবং ডা. এরশাদুল হক। সীতাকুণ্ডের প্রায় ১৫০ জন্য বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন টুরিস্ট পুলিশ এই ডি আই জি জনাব মুসলিম উদ্দীন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের প্রধান নির্বাহী জনাব গিয়াস উদ্দিন। কোজেপ এশিয়া হেলথ ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করে।