নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ডে সমাজ উন্নয়ণ সংস্থা শৈলী‘র আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। ৩১ মে বুধবার বিকাল ৫টায় পৌর সদরে অবস্থিত শৈলী কার্যালয়ে আলোচনা সভা ও ডিটি রোডে র্যালীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
‘তামাক নয় খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোৃৃ. নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি দিদারুল ইসলাম টুটুল, সীতাকুণ্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শামীমা আরা লাভলী,নাসিরুল করিম শামীম, আব্দুল খালেক রুবেল, মো. ইলিয়াস, জাহেদুল ইসলাম রুমন, কামরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, নিজ নিজ দায়বদ্ধতা থেকে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসনের ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রীর প্রত্যয় অনুসারে ২০৪০সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন দল মত নির্বিশেষে সম্মিলিত উদ্যোগ।
সভা শেষে এক র্যালী ডিটি রোড হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
