সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলা ৪৭ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সংস্থা আয়োজিত গ্রীষ্মকালীণ ফুটবল প্রতিযোগিতায় সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয় ফাইনালে সিসিসি উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মত উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে আজ।
পূর্ণসময় পরও খেলা গোলশুন্য থাকায় ট্রাইব্রেকারে গড়ায়। খেলা শেষে জাতীয় সংসদ সদস্য দিদারুল আলম বিজয়ীদলের হাতে ট্রফি তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ মামুনের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরমেয়র বদিউল আলম, ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, চেয়ারম্যান রেহান উদ্দিন, সাদাকাত উল্লাহ মিয়াজী, সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ কামাল ও শিক্ষানুরাগী সদস্য এ,কে,এম, মছিউদ্দৌলা প্রমুখ।