নিজস্ব প্রতিবেদক,সীতাকুণ্ড টাইমস ঃ
পারিবারিক কলহের জেরে উত্তেজিত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী।
জানাযায় বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার সময় জঙ্গল সলিমপুরর লটকন শাহ্ মাজারের টিলায় বসতঘরে এঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম শারমিন বেগম (৪০)। ঘাতক স্বামীর নাম মোঃ হাসান আলী প্রামানিক। সে নীলফামারী জেলার ডেমলা থানার, বন্দর খড়ভবাড়ি গ্রামের রহমান আলী প্রামানিকের পুত্র।
এঘটনার পর বৃহস্পতিবার ভোরে ফৌজদারহাটস্থ ফকির হাট কালুশাহ্ ব্রিজ এলাকা থেকে স্বামী হাসানকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী হাসান আলী বসতঘরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী শারমিন বেগমকে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই সামিউর ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করে। ঘটনার পর পরই ঘাতক স্বামী পালিয়ে যায়। এঘটনায় নিহত শারমিনের ছোট বোন কুলসুম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক কহলের জেরে স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার আসামী ঘাতক স্বামী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়। হাসান আলী প্রামাণিক নিজেকে জড়িয়ে হত্যাকান্ড সম্পর্কে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে।