সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার আসলাম চৌধুরীর ফৌজদারহাট জলিলস্হ বাসভবনে
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম চৌধুরী এফসিএ। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।
সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের মোঃ মহিউদ্দিনকে সভাপতি,মোঃ বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক গঠনকল্পে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। একইভাবে সীতাকুণ্ড পৌরসভার সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ নূরুল আবছারকে সভাপতি আকায়েদুল ইসলাম ডালিমকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন এবং কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন উত্তর জেলা কৃষক দল। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ কমল কদর,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য জহুরুল আলম জহুর,জয়নাল আবেদিন দুলাল,চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সি. যুগ্ন আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মোরসালিন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দল ও সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।