সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঃ আবারও কায়সার সভাপতি সজল সম্পাদক

সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঃ আবারও কায়সার সভাপতি সজল সম্পাদক

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন পৌরসদরস্থ ওয়াহিদী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আবারও ফৌজদারহাট লিটল ফেয়ার স্কুলের চেয়ারম্যান মোঃ কায়সারুল আলমকে সভাপতি এবং মিরেরহাট লিটল ফ্লাওয়ার স্কুলের পরিচালক ডাঃ সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

এসোসিয়েশন এর সভাপতি কায়সারুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ সজল শীল এর পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম পর্বে বার্ষিক প্রতিবেদন পেশ করার পর সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত করে দেয়।
২য় অধিবেশন এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মোঃ ওয়াহিদীর সভাপতিত্বে এবং এসোসিয়েশন এর প্রতিষ্ঠিতা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনে অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজি সাদেকুল ইসলাম,ইমাম হোসেন, মোঃ আলমগীর,মুন্না , তসলিম,মাওলানা ছাব্বির প্রমুখ।
এসোসিয়শেনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-
সিনিয়র সহ সভাপতি -এস এ চৌধুরী ইনস্টিটিউট এর পরিচালক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সহ সভাপতি- এভারগ্রীন কেজি স্কুলের পরিচালক মোঃ ইমাম উদ্দীন,বারাআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ আলমগীর, সহ সেক্রেটারি -শাহাদাত হোসেন কামরুল(হলি কেয়ার) ও মোঃ সাহাব উদ্দীন (মসজিদ্দা মডার্ন),সাংগঠনিক সম্পাদক-মোঃ জহুরুল আলম মুন্না(এইচ এস হক ইন্সটিটিউট),সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ তসলিম উদ্দীন( অক্সফোর্ড কিন্ডারগার্টেন),অর্থ সম্পাদক – মোঃ ফরহাদ ( নর্থ সিটি) ,সহ অর্থ সম্পাদক -মোঃ মামুন (আয়েশা একাডেমি),শিক্ষা,সাহিত্য ও ক্রিড়া সম্পাদক – মোঃ আমিনুল ইসলাম(জে কে শিশু নিকেতন),প্রচার সম্পাদক -মোঃ রিদুয়ান (সিটি মডেল),সহ প্রচার সম্পাদক -মোঃ ইলিয়াছ(লার্নিং পয়েন্ট), মহিলা বিষয়ক সম্পাদিকা রাসেদা আক্তার(শিশু চারন), অফিস সম্পাদকঃ জিতেন্দ্র দস(জিএন)সহ অফিস সম্পাদক -মোঃ জাহেদ(মছজিদ্দা গ্রামার)
নির্বাহি সদস্য-মোঃ রেজাউল করিম(হলি ক্রিসেন্ট ইন্টার ন্যাশনাল),
মাওলানা মোঃ ছাব্বির( নাহার একাডেমি),ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম,(হলি চাইল্ড কেয়ার),মোঃ ইকবাল (মেরি গোল্ড) মোঃ তাহের(ট্যালেন্ট টাচ),মোঃ নুরুল ইসলাম (মেরিট জোন কিন্ডারগার্টেন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *