সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
জেলার শিল্পাঞ্চল সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানায় লোহার প্লেটে চাপা পড়ে মামুন হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
আজ বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ৭ টা বাজে উপজেলার ছোট কুমিরা এলাকায় তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় একজন শ্রমিক প্লেট চাপা পড়ে নিহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত মামুন নওগা জেলার একই থানার খাজ মন্ডলপাড়া গ্রামের মেহের আলীর পুত্র।
লাশটি উদ্ধার করে পুলিশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।