সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে আজ ১৬ মার্চ সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন খেলাধূলা,বিভিন্ন প্রতিযোগিতা,পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি ডে এর ইতি ঘটে।
সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিকদের পরিবার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহদাত হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম,সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দীন রাসেদ, সীতাকুণ্ড ডায়াবেটিস হাসপাতালের প্রধান নির্বাহী লায়ন গিয়াস উদ্দীন।
এসময় সীতাকুণ্ড প্রেস ক্লাবের স্মরনিকা উৎস’র মোড়ক উন্মোচন করেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির নিউজ অব হেড মামুন আব্দুল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষের দিকে আকর্ষনীয় র্্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রেসক্লাব এর সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সেক্রেটারি লিটন কুমার চৌধুরীর উপস্থাপনায় র্্যাফেল ড্র এর পুরস্কার বিজয়ীদের মাঝে তুলেদেন বিশিষ্ট শিল্পপতি মোঃ রফিক,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু,মোঃ সেকান্দর হোসাইন, সাবেক সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি ও ক্রিড়া সম্পাদক শেখ সালাউদ্দীন প্রমুখ।
