সীতাকুণ্ড টাইমস প্রতিবেদক ঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক শপিংমল সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড (সিকিউর সিটিতে) স্বনামধন্য ব্রাণ্ড ‘নক্ষত্র’ শোরুমের উদ্ভোধন হয়েছে। যা কাপড় জগতের অন্যতম ব্র্যান্ড।
আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সিকিউর সিটির নীচ তলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনের শুরুতে আলী আকবর জাসেদ কোরআন তেলাওয়াত করেন, এরপর দোয়া ও মোনাজাত করেন সীতাকুণ্ড আলিয়া মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন।
নক্ষত্র ব্রাণ্ডের স্বত্বাধিকারী মো: সেলিমের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা সানা উল্লাহ মাসুদের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সীতাকুণ্ড হেলথ এণ্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দীন, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মোঃ ইউসুফ শাহ, সিকিউর সিটির ভাইস-চেয়ারম্যান আক্তার হোসাইন মামুন, সিকিউর সিটির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আবুল হোসাইন, কোর্ট ইন্সপেক্টর জাকির হোসেন, বাইশ মহল্লা সরদার তারেক সরদার, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা। প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সাবেক সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বি.এসসি,সাংবাদিক নাছির উদ্দিন অনিক, নজরুল ইসলাম , মুসলেহ উদ্দীন প্রমূখ।
নক্ষত্র ব্র্যান্ডের মালিক সেলিম বলেন, আমরা সীতাকুণ্ডসহ সারাদেশে ১২টি শো-রুম খুলেছি। এদের মধ্যে রয়েছে চট্টগ্রাম নিউমার্কেট, স্যানমার ওশান সিটি, চকরিয়া, রাঙ্গামাটি, রাঙ্গুনিয়া লিচু বাগান, রাঙ্গুনিয়া দোভাষী বাজার, লোহাগড়া আমিরাবাদ নিউ সুপার মার্কেট, কক্সবাজার লালদিঘী, হৃীলা বাজার, টেকনাফ আলো শপিং মার্কেট ও সীতাকুণ্ড সিকিউর সিটি মার্কেট নক্ষত্র শাখা।
তিনি বলেন, উদ্বোধন উপলক্ষে নক্ষত্র ব্র্যান্ডের আউটলেটে ১০% ছাড় দেওয়া হবে। এছাড়া আসন্ন ঈদ-উল-ফিতর গ্রাহকদের জন্য নতুন ডিজাইনের কালেকশনের ইন্ডিয়ান পাঞ্জাবি, শেরওয়ানি, পায়জামা, শার্ট কুটি এবং ছোট-বড় সবার জন্য ওয়েস্ট কোর্ট থাকবে। ফুল-হাফ হাতা শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিন্স, গাভাডিং, ফরমাল, ক্যাজুয়াল, কার্গো প্যান্ট ইত্যাদি।
এছাড়াও রয়েছে ফরমাল, ক্যাজুয়াল ব্লেজার স্যুট আইটেম ইত্যাদি। উল্লেখ্য যে, আমাদের সমস্ত পোশাক আইটেম আমাদের নিজস্ব কারখানায় সেলাই করা হয়।