খোরশেদ আলম, ৩০ মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড কনফিডেন্স সিমেন্ট লি: ক্রিকেট লীগের দ্বিতীয় খেলায় সীতাকুন্ড ক্রিকেট ক্লাব-এর বিরুদ্ধে জোড়ামতল অনির্বান ক্রিকেট ক্লাব ১০রানে জয়ী হয়েছেন। ৩০ মার্চ সকাল ৯টায় এসকেএম জুট মিলস মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে অনির্বান ক্রিকেট ক্লাব। তারা ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সক্ষম হয়। জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে সীতাকুন্ড ক্রিকেট ক্লাব ২৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান করে। খেলায় ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা নির্বাচিত হন জোড়ামতল অনির্বান ক্রিকেট ক্লাবের মোঃ ইমতিয়াজ ইকরাম। খেলা শেষে তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন সীতাকুন্ড প্রেসক্লাবের সহ-সেক্রেটারী সৌমিত্র চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন শওকত প্রমূখ। ৩১ মার্চ সোমবার সকাল ৯টায় মুখোমুখি হবেন টেরিয়াইল ইলেভান স্টার বনাম বাঁশবাড়ীয়া বাংলা বয়েজ ক্রিকেট ক্লাব।
স্কোর- মোট ৫০ ওভারের খেলা।
জোড়ামতল অনির্বান ক্রিকেট ক্লাব- ৩০ ওভারে ১৫৮/১০।
সীতাকুন্ড ক্রিকেট ক্লাব-২৯ ওভারে ১৪৮/১০।