সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ২০১৮ সালে আসলাম চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় সাবেক এমপিসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা

২০১৮ সালে আসলাম চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় সাবেক এমপিসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
২০১৮সালের ২৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রিয় বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বাড়িতে তৎকালীন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলা বিএনপি আহবায়ক ইসহাক কাদের চৌধুরীর নির্বাচনী সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হামলা ও ক্ষয়ক্ষতি সাধন করায় ঘটনায় মামলা দায়ের করেছেন মোহাম্মদ মেহেদি হাসান তারেক। গতকাল সোমবার রাতেই সীতাকুণ্ড থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে নথিভূক্ত করেন বলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার।
মামলায় চট্টগ্রাম-৪ আসনের দুই সাবেক সংসদসদস্য দিদারুল আলম,এস,এম আল মামুন ও উপজেলা আওয়ালীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুইয়াসহ নাম উল্লেখ করে ৬৫ জনকে ও অজ্ঞাত আরো একশত জনকে আসামি করে দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়,বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রিয় বিএনপি সাবেক যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বড় ভাই বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা বিএনপি আহবায়ক ইসহাক কাদের চৌধুরী নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাড়িতে বিপুল সংখ্যক বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হই। এমতবস্থায় কোন কিছু বুঝে উঠার আগে মামলার উল্লেখযোগ্য আসামিদের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও ভাংচুর শুরু করে ভীতি সৃষ্টি করে বাড়িতে থাকা স্বর্ণলংকার ও নগদ তিন লক্ষাধিক টাকাসহ পনরো লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তখন আসামিরা বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ির ভিতর পেট্রল বোমার তৈরীর সরঞ্জাম ও একটি পাইপ গান রেখে সাজানো নাটক করে সীতাকুণ্ড থানায় মামলা নং-৩৪(১২)১৮ দায়ের করেন।
এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“বিএনপি নেতা আসলাম চৌধুরী ও উনার বড় ভাই তৎকালীন বিএনপি মনোনিত প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর বাড়িতে হামলা ও ন্বর্ণলংকারসহ লুটপাটের ঘটনায় মোহাম্মদ মেহেদি হাসান তারেক নামে এক ব্যক্তি এজাহারনামীয় ৬৫ জন ও অজ্ঞাত একশত জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা পরবর্তী আমরা আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *