সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আব্দুল্লাহিল মামুন ছিলেন একজন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আদর্শ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধার্মিক-সীতাকুন্ডে স্মরন সভায় বক্তারা

আব্দুল্লাহিল মামুন ছিলেন একজন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আদর্শ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধার্মিক-সীতাকুন্ডে স্মরন সভায় বক্তারা

 নিজস্ব প্রতিনিধি,৮ জুন (সীতাকু- টাইমস ডটকম) –Sitakund Abulla mamun Shok Photo
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ফেনী বিশ্ববিদ্যালয়ের উপচায্য বলেন, আব্দুল্লাহিল মামুন এর মত এমন আর্দশ ব্যক্তি পৃথিবীতে পূর্ণ জন্ম হবে কিনা সন্দেহ। তিনি বহুগুনের অধিকারী। তিনি দুঃসময়ে অর্থাৎ ১৯৬৭ সালে বাংলাদেশ আওয়ামী সভাপতি হয়ে দলের হাল ধরেন। মুক্তিযোদ্ধাকালীন সময়ে মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে করে শিক্ষার আলো ছড়িয়ে দেন। তার ছাত্ররা আজ মন্ত্রী, এমপি, উপচার্য্য, শিক্ষক, সচিবসহ গুরুত্বপুর্ণ দায়িত্ব   পালন করছেন।  ৮জুন গতকাল শনিবার সীতাকুন্ডস্থ এলকে সিদ্দিকী স্কয়ারে মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক  আব্দুল্লাহিল মামুনের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বাণিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নাগরিক শোকসভা উদ্যাপন কমিটির চেয়ারম্যান এবিএম আবুল কাসেম এমপির সভাপতিত্বে ও চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন, শোকসভা উদ্যাপন পরিষদের সদস্য সচিব উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ ডাঃ এখলাছ উদ্দীন, বিশিষ্ট হৃদরোগ বিশেজ্ঞ ডাঃ রেজাউল করিম, প্রবীন রাজনীতিবিদ নুরুল আলম, নুর মোহাম্মদ, কুমিরা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী, লতিফা সিদ্দিকী কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানম, অধ্যাপক হিরন্ময় চক্রবর্তী, বিশিষ্ট রাজনীবিদ জেলা বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শোক উদ্যাপন কমিটির যুগ্ম সচিব আ ম ম দিলশাদ, চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সাদাকাত উল্লাহ মিয়াজী, শওকত জাহাঙ্গীর, বিশিষ্ট কলামিষ্ট ও সাবেক চেয়ারম্যান আ ম ম মফিজুর রহমান, জেলা ন্যাপ নেতা সন্তোষ চৌধুরী, কমিউনিস্ট পার্টি নেতা এড. জহিরুদ্দিন মাহমুদ, মরহুমের ছেলে আ ম ম মুরাদ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, নারী নেত্রী ও শিক্ষিকা সুরাইয়া বাকের, নারী ও শিশু আদালত পিপি এড. ভবতোষ নাথ, সাবেক কাউন্সিলর বদিউল আলম, মুক্তিযোদ্ধা মুলকুতুর রহমান, ইঞ্জিঃ আব্দুস সালাম, গোলাম রব্বানী, সমাজসেবক আনোয়ারুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ বাবলু, কাউন্সিলর সফিউল আলম মুরাদ সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, রাজনীতিবিদগ।উল্লেখ্য যে আব্দুল্লাহিল মামুন স্বাধীনতার আগে পরে দীর্ঘ ২৫বছর সীতাকুন্ড থানা আওয়ামীলীগের সভাপতি ও ৩৬ বছর ছোট কুমিরাস্থ জেল স্কুল নামে খ্যাত মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে প্রশাংসার সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *