সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ইউপি নির্বাচনে সীতাকুণ্ডে সরব আওয়ামী লীগ -নীরব বিএনপি, উকি মারছে জাতীয় পার্টি

ইউপি নির্বাচনে সীতাকুণ্ডে সরব আওয়ামী লীগ -নীরব বিএনপি, উকি মারছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক,সীতাকুণ্ড টাইমস ঃ

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ মাঠে সরব থাকলেও তার বিপরীত চিত্র বিএনপির। প্রার্থী বাছাইয়ে বিএনপির কোন তোড়জোড় নেই। আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। আবার এ দিকে বাড়বকুণ্ডসহ কয়েকটি ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ব্যানার পোস্টার দিয়ে প্রচার করছে জাপা নেতৃবৃন্দ।
আগামী ১১ নভেম্বর উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিপরীত চিত্র ফুটে উঠেছে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও হতাশায় ভুগছেন বিএনপি নেতাকর্মীরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় ১৪ ইউনিয়ন, মিরসরাইয়ে ১৪ এবং সীতাকুণ্ডে ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে উত্তর চট্টগ্রামে সবচেয়ে আন্তঃকোন্দল প্রবল উপজেলা সীতাকুণ্ডে দফায় দফায় বৈঠক করে উত্তর জেলা আওয়ামী লীগ। উত্তর জেলার সভাপতি এম এ সালামের নেতৃত্বে এ কোন্দল অনেকখানি নিরসন হয়েছে।

এদিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মাঠে সরব থাকলেও নীরব বিএনপি। নির্বাচনের কোন তোড়জোড় নেই। সম্ভাব্য প্রার্থীদের নেই কোন দৌড়ঝাঁপ।

বিএনপি’র একাধিক নেতা বলেছেন, কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত না থাকায় বিএনপির নেতাকর্মীরা নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। তাছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই প্রার্থী বাছাইয়ে কোন কাজ করছে না।

দ্বিতীয় ধাপের আগামী ১১ নভেম্বর নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন পেতে চান। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ থেকে প্রেরিত নামের তালিকা যাচাই-বাছাই করে জেলা কমিটি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন প্রার্থীদের পূরণকৃত ফর্ম জমা নেয়া হয়েছে। শনিবার বাছাইকৃত প্রার্থীদের মূল তালিকা প্রকাশ করা হবে।

সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের যারা নৌকার মাঝি হতে চান তারা হলেন,১নং সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোহাম্মদ বেলাল হোসেন, নিজাম উদ্দিন, হারুন উর রশিদ। বারৈয়ারঢালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাইদুল ইসলাম, সাঈদ মিয়া, সিরাজুল ইসলাম। মুরাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, খোরশেদ আলম মেম্বার, সাহাবউদ্দিন, রেজাউল করিম বাহার, সালাহউদ্দিন মান্না। বাড়বকুণ্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, মহসিন জাহাঙ্গীর। বাঁশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আরিফুল ইসলাম রাজু। কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল মতিন মেম্বার, আলমগীর আলম, জিয়াউল হক বাপ্পি। সোনাইছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, বেলাল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন। ভাটিয়ারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, খাইরুল আজম জসিম, শামশুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবদুস সালাম ও সাব্বির আহমেদ চৌধুরী। ছলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ, কাজী গোলাম মহিউদ্দিন, এড. ফজলে করিম চৌধুরী নিউটন, ইমাম উদ্দিন ইমু, আমাজাদ হোসেন, ইকবাল সারোয়ার, বাহাদুর খান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *