সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কি করে ভুলবো তোমায়—-মোঃ বদিউল আলম বদরুল

কি করে ভুলবো তোমায়—-মোঃ বদিউল আলম বদরুল

কি করে ভুলবো তোমায়।
——————-মোঃবদিউল আলম বদরুল

নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে
অসুস্থ পৃথিবী,
হয়তো পাল্টে যাবে
পৃথিবীর সব রীতি নীতি।

শুধুই ফিরে পাবে না
হারিয়ে যাও স্মৃতি,
ঠিকই এক দিন কেটে যাবে
সব রকমের ভয় ভীতি।

আবারো চির চেনা পথ
হয়ে উঠে সরগম,
মানুষের সাথে মানুষের
নতুন করে হবে মেলবন্ধন।

কোলাহলে ভরে উঠবে
সব শিক্ষা প্রতিষ্ঠান,
আপন মহিমায় মুখরিত হয়ে
বাজাবে বিজয়ের গান।

দর্শনার্থীর পদ ভারে
আনন্দে মাতোয়ারা হবে বালুচর,
সানাই বাজিয়ে নতুন বধূ
আনতে যাবে নতুন বর।

পাখি কিচিরমিচির শব্দে
সন্ধ্যায় ফিরবে আপন নীড়ে,
হাট বাজার মুখরিত হয়ে উঠবে
হাজারো মানুষের ভীড়ে।

আকাশে উড়বে বিমান
চলবে দূরপাল্লার গাড়ি,
হুঁইসেল বাজিয়ে ঝকাঝক
ট্রেন দিবে দূর অজানা পাড়ি।

কর্মহীন মানুষ গুলো
ফিরে পাবে নিজ কর্ম,
স্রষ্টার প্রতি বেশি অনুরক্ত হবে
হয়তো যার যার ধর্মে।

চোখে মুখে চিন্তা ভাঁজ
হয়তো যাবে কেটে,
ক্ষুধা ক্লিষ্ট অনাহারের মানুষ গুলো
আবারো উঠবে খুশিতে মেতে।

আবারো স্বপ্নের বীজ
বোনা হবে নতুন আঙ্গিকে,
চোখে মুখে আশার আলো
হয়তো জীবন কে নিবে রাঙিয়ে।

শুধুই জীবন থেকে অতীত
হয়ে গেলো কয়টি বছর,
স্রষ্টার অদৃশ্য ইশারায়
করোনা ভাইরাস করেছিলো ভর।

হঠাৎ করেই কত আত্মীয় স্বজন বন্ধু
অকালে চলে গেলো পরপারে,
আরো অনেকে জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে
হতাশায় নিমজ্জিত করছে বারে বারে।

কি করে ভুলে থাকবো?
আপন জন হারানোর বেদনা,
প্রতিটি পরিবার আজীবন বয়ে বেড়াতে হবে
আপন জন হারানোর কঠিন যন্ত্রণা।

★মরহুম আনিছ ভাইকে উৎসর্গিত ★
!বার্ধক্য জনিত কারণে তার দুই দিন আগে তাঁর মা ইন্তেকাল করেন!
(তোমায় খুব মনে পড়ে।তোমার স্মৃতি থাকবে অম্লান।গত বছর করোনায় আক্রান্ত হয়ে উনি মৃত্যু বরন করেন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *