সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / কুমিরায় সন্ধীপ চ্যানালে মালবাহী ট্রলার ডুবি- উদ্ধার ২৫,গ্রেফতার ১

কুমিরায় সন্ধীপ চ্যানালে মালবাহী ট্রলার ডুবি- উদ্ধার ২৫,গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক,১আগষ্ট (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড কুমিরা সন্ধীপ চ্যানালে একটি মালবাহী ট্রলার (এমবি মদিনা) ডুবে যাওয়ার সময় প্রায় ২৫ যাত্রী নদীতে পরে যায় । পরে খবর পেয়ে কুমিরা ঘাট থেকে ৩/৪টি স্প্রিড বোড গিয়ে যাত্রীদের উদ্ধার করে সন্ধীপ ঘাটে পৌছে দিয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ জানায়। এদিকে নদীতে ট্রলার ডুবে অর্ধশত যাত্রী নিখোঁজ সংবাদ বিভিন্ন টিভি চ্যানালে প্রচার করলে সন্ধীপসহ সীতাকুন্ড মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। পরে সমুদ্রতীরে দিয়ে আনেকে খোঁজ খবর নিতে দেখা গেছে। সূত্রে জানাযায় ১আগষ্ট কুমিরা ঘাট থেকে একটি ট্রলার প্রকৃতির বড় মালবাহী নৌকা বিভিন্ন মালামাল নিয়ে সকাল ১১টার সন্ধীপ বাউরিয়া যাচ্ছিল। বাউরিয়া ঘাটের মাঝখানে গেলে ট্রলারটি প্রচন্ড ঢেউয়ে এক পাশ ডুবে যেতে থাকে। এসময় উপরে থাকা যাত্রীরা নদীতে পড়ে যায়। ঘটনাটি সাথে সাথে কুমিরা ঘাটে পৌঁছে দেয় ট্রলারের চালক। সাথে সাথে কয়েকটি স্প্রিড বোড এসে প্রায় ২৫জন যাত্রীকে জীবিত উদ্ধার করে। ঘাটের কর্মকর্তা মোঃ আলী জানায় ট্রলারটি ডুবে যাওয়ার খবর শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে যাত্রী উদ্ধার করি এবং ট্রলারটি মালামাল সহ কুমিরা ঘাটে নিয়ে আসি। এদিকে অন্য একটি সূত্রে জানাযায় ট্রলার ডুবির শিশুসহ ৩ যাত্রী নিখোঁজ রয়েছে বলে গুজব শুনা গেলেও এর কোন সত্যতা খুজে পাওয়া যায়নি। এদিকে সন্ধীপের সাংবাদিক ইনসাফ জানায় ট্রলার ডুবে বহু যাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা শুনেছি। কিন্তু একনও পর্যন্ত তার সত্যতা বা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা আহাজারী শুনা যায়নি। এদিকে মালবাহী ট্রলারে যাত্রী নেওয়ার কোন বিধান না থাকলেও প্রতিনিয়ত মালবাহী ট্রলারে করে যাত্রীরা যাতায়াত করছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। এদিকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছে। ঘটনা স্থল থেকে পুলিশ ঘাট ইজারাদার হিসাব সহকারী মোহাম্মদ মাহফুজকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *