সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / কুমিরায় ৩ অসহায় মহিলার বসতভিটা দখলের চেষ্টা

কুমিরায় ৩ অসহায় মহিলার বসতভিটা দখলের চেষ্টা

তালুকদার নির্দেশ বড়ুয়া, ১আগষ্ট (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা দেলীপাড়া কাজী বাড়ীর একই পিতার সন্তান ৩ সহোদর বোন তাদের পিতা কর্তৃক তাদেরকে দানকৃত বসতভিটা সংলগ্ন ৪শতক ভিটায় দীর্ঘদিন থেকে ভোগ দখলে থেকে ঘর নির্মাণ করতে গেলে তাদেরকে নাছির নামের এক ভূমি দস্যু বেশকয়েকবার মারধর করে। যার জন্য দুই দুইবার সীতাকু- অভিযোগ দায়ের করে। তাদের করা অভিযোগে জানা যায়, ঐ ভূমি দস্যু ও দুস্কৃতিকারী চক্র তাদেরকে দীর্ঘদিন যাবত বাধা প্রদান ও ভয় ভীতির পাশাপাশি হুমকি দিচ্ছে বলে তাদের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে। ঐ ৩ বোনের কর্তৃক স্থানীয় একটি মানবাধিকার সংস্থায় অভিযোগের আলোকে ১২/০৫/১৩ইংরেজীতে সীতাকু- মডেল থানায় করা ৯(১)১১ নং মামলা সূত্রে জানা যায়, মছজিদ্দা কাজী বাড়ীর মৃত মোঃ আব্দুর ছবুরের ৩ কন্যা খুরশিদা আক্তার, খালেদা আক্তার, সেলিনা আক্তার কে তিনি মৃত্যুর পূর্বে বাড়ীর পার্শে ৪শতক জমি দানপত্র করে দিয়ে যান। আব্দুর ছবুর মারা গেলে ঐ ৩ বোন উক্ত ভিটায় ঘর নির্মান করতে গেলে স্থানীয় ভূমি দস্যু ও দুস্কৃতিকারী চক্রের অন্যতম হোতা আব্দুল মাবুদের পুত্র নাছির উদ্দিন তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে ৩ অসহায় মহিলার পৈত্রিক সূত্রে পাওয়া ৪ শতাংশ ভূমিকে নিজের বলে দাবী করে দখলী প্রক্রিয়া চালাতে গেলে ৩ বোন উপায় না দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর স্বরনাপন্ন হলে চেয়ারম্যান একটি শালিশী বৈঠকের আয়োজন করে। উক্ত বৈঠকে নাছির গংরা শালিশানের সিদ্ধান্ত অমান্য করায় ঐ ৩ বোন চট্টগ্রাম কোর্টের নির্বাহী ম্যাজিট্রেট আবুল আরিফ মুহাম্মদের আদালতে হাজির হয়ে ৯৮/২০০১ এ একটি মিস মামলা দায়ের করে। উক্ত মামলাটি দীর্ঘ ১৩ বছর চলার পর ২২/৪/১৩ইংরেজীতে ঐ ৩ বোনের পক্ষে রায় ঘোষিত হয়। উক্ত রায়ে বলা হয়েছে বিবাদী নাছির গংদের দাবী সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। তাই তাদেরকে উক্ত জায়গাটিতে কোন প্রকার দখলী প্রক্রিয়া বা ভূমি দস্যুতা মূলক কর্মকান্ড না চালিয়ে বাদী ৩ বোন পৈত্রিক সূত্রে পাওয়া ও তাদের ভোগ দখলে থাকা ৪শতক জমিতে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে বসবাসের ক্ষেত্রে কোন প্রকার যেন বাধা প্রদান করা না হয়। আদালতের এই আদেশ উপেক্ষা করে উক্ত চক্রটি তাদেরকে বাধা প্রদানসহ ভয়ভীতি প্রদর্শন করছে বলে জায়গার মালিক অসহায় ৩ বোন অভিযোগে জানান। সেলিনা আক্তার সাংবাদিকদের বলেন, ভূমি দস্যু নাছির তার বড় ভাই এএসআই কাজী আলাউদ্দিনের মদতে এসব অন্যায় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট তাদের উপযুক্ত বিচার দাবী করছি এবং পৈত্রিক ভিটাতে আমরা যাতে শান্তিপূর্ণ ভাবে নিরাপদে বসবাস করতে পারি তার জন্য সর্ব মহলের নিকট সহযোগিতা কামনা করছি। বর্তমানে ভূমি দস্যু নাছির মানবাধিকার নেতা হেকিম মোঃ আবু বক্কর চৌধুরী কর্তৃক আদালতে দায়েরকৃত একটি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী। সীতাকু- থানার সেকেন্ড অফিসার মোঃ মাসুদ বলেন, নাছিরের বিরুদ্ধে ভূমি দস্যুতা মূলক এলাকার অনেক অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *