সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / চায়ের বিনিময়ে ভালবাসা টেলিফিল্মে সীতাকুণ্ডের সাজ্জাদ

চায়ের বিনিময়ে ভালবাসা টেলিফিল্মে সীতাকুণ্ডের সাজ্জাদ

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ চায়ের বিনিময়ে ভালোবাসা নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, মোসুমী হামিদ, সাজ্জাদ ভূঁইয়া।এটি রচনা ও পরিচালনা করেছেন আশিষ পাল।

গল্পে রবিন দেখা যাবে সজলকে,শিলা চরিত্রে মৌসুমি হামিদ এবং তাদের সঙ্গে সাজিদ চরিত্রে আছেন সাজ্জাদ ভূঁইয়া।

রবিন ও সাজিদ অভিজাত পরিবারের সন্তান এবং তারা আপন দুই ভাই।তাদের বাবা আমজাদ হোসেন।
রবিন একটু বাউন্ডোলে,ডানপিটে, দুষ্টু,শিক্ষিত বেকার। রবিনের বেস্ট ফ্রেন্ড শীলা । শিলার সাথে বিয়ে ঠিক হয় রবিনের ভাই সাজিদের।

এদিকে বেকার রবিন প্রেম করে একটি মেয়ের সঙ্গে।মেয়েটি চাওয়ালী এবং তাঁর বাবা একজন সিএনজি চালক।রবিনের বাবার একথা জানার পরই ঘটে বিপত্তি। শুরু হয় সমাজের উঁচু-নিচু বৈষম্য। এগিয়ে যায় গল্পের কাহিনী।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা আশিষ পাল বলেন এই গল্পের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি।মানুষ সবাই সমান।মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই।আর ভালোবাসা হলো মুক্ত পাখির মতো। তাকে উড়তে দিতে হয়।ভালোবাসাকে কোন গন্ডির মধ্যে আটকে রাখা যায়না।

এ নির্মাতা আরও বলেন ১৭ই সেপ্টেম্বর রোজ শনিবার রাত সাড়ে আটটায় মাছরাঙা টিভিতে এটি প্রচারিত হবে।এতে আরও অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী, আজম খান, আনোয়ার,আনিম,দিদার তৌহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *