সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সবাইকে-ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের মিলন উৎসবে বক্তারা

দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সবাইকে-ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের মিলন উৎসবে বক্তারা

DSC01413মীর মামুন/কামরুল ইসলাম দুলু,৩জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)- ভাটিয়ারী স্কুলের নাইনটি এসোসিয়েটস আযোজিত ৩দিনব্যাপী মিলন উৎসবের শেষ দিনে বক্তারা বলেন গরীব শিক্ষার্থীরা যেন হারিয়ে না যায়। তাই সবাইকে অর্থিক সহায়তায় এগিয়ে আসতে হবে।
আজ ভাটিয়ারী হাজিী টিএসি উচ্চ বিদ্যালয়ের ৯০ব্যাচের ২৫বছর পূর্তি উপলক্ষে মিলন উৎসব এর সমপানী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন অ্যধাপক মোঃ আবুল মনছুর ভূইয়া।
এসোসিয়েটের সদস্য শাহরিয়ার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নুরুর আবছার এর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ শওকত ইকবাল,ব্যাংকার মোং আজম,সাংবাদিক মোঃ আযম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড অনলাইনজার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএস-সি,।
সভায় বক্তব্য রাখেন স্কুলের বিভিন্ন ব্যাচ প্রতিনিধিদের পক্ষ থেকে মহিলা নেত্রী দেলোয়ারা বেগম, আব্দুল মাবুদ লিটন,আনম মাসুদ মেম্বার,নাইনটি ব্যাচের সভাপতি সীতাকুণ্ড নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম ,বিটু পাল,মাসুদ আলম,মোঃ জসিম, বিপ্লব রায়, রিংকু দাশ,রাবিয়া খানম,দিদারুল আলম,মোঃ ফারুক,সাইফুল মেম্বার সাব্বির আহমদ চৌধুরী, এড.নাজিম উদ্দিন সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকান প্রতিযোগীতায় বিজয়ী ও নাইনটি এসোসিয়েটের সদস্যদের এ প্লাস পাওয়া ছেলেমেয়েদের পুরস্কার প্রধান করেন অতিথি বৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

DSC01425….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *