সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / বাঁশবাড়িয়া থেকে অপহৃত ছাত্রী ফারজানাকে ১মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ

বাঁশবাড়িয়া থেকে অপহৃত ছাত্রী ফারজানাকে ১মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ

কাইয়ুম চৌধুরী, ২১ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু-ের বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার পলি (১৪) অপহরনের একমাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।সীতাকুন্ড থানায় অপহৃত ছাত্রীর মা হালিমা বেগম বাদী হয়ে মামলা নং-৪০ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ‘১৩ বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ছুটি শেষে ফারজানা বাড়ী ফিরছিলেন। পূর্বে থেকে ওৎপেতে থাকা আসামী মোঃ রুবেল(২০), পিতা- শাহ আলম, জসিম(২৩), কামরুল(২০), পিতা- মোস্তফা, লিটন(১৮), পিতা- কবির, উত্তর বাঁশবাড়ীয়া, সীতাকু- একটি সিএনজি যোগে ফারজানাকে জোড়পূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে এযাবত আর খোঁজ পাওয়া যায়নি। তবে গত এক সপ্তাহ পূর্বে একদিন ফারজানা একটি মোবাইল থেকে তাকে উদ্ধার করার জন্য তার মাকে আকুতি জানায়। তবে কোন জায়গায় সে আটক তা বলতে পারেনি। তাকে সারাদিন দরজা বন্ধ করে রাখে বলেও জানায়। মামলার আইও এসআই নজরুল ইসলাম বলেন, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। মাত্র ১৪ বছরের কিশোরী। তবে অপহরনকারীর ঠিকানা না পাওয়ায় ধরা সম্ভব হচ্ছে না। তাছাড়া হরতাল অবরোধ ডিউটি করতে করতে সময়ও পাওয়া যাচ্ছে না। তবে তিনি জানান অপহরন কারীকে ধরা পরতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *