সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / বারাউলিয়ায় গ্রামবাসীর ওপর আনসার ও সন্ত্রাসীদের হামলা||আহত ৫ : ফাঁকা গুলি ||

বারাউলিয়ায় গ্রামবাসীর ওপর আনসার ও সন্ত্রাসীদের হামলা||আহত ৫ : ফাঁকা গুলি ||

সেৌমিত্র চক্রবর্ত্তী, ১৭ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ডে একটি জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে নিরীহ গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে কিছু আনসার সদস্য ও ভাড়াটিয়া সন্ত্রাসী। এসময় ৭/৮ রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে তারা। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সোনাইছড়ি ইউনিয়নের বারাউলিয়ায় গামারীতল এলাকায় কয়েকজন নিরীহ গ্রামবাসীর ৭ শতক জায়গা জবর দখল শুরু করে স্থানীয় একটি স্টিল মিল কারখানার ভাড়াটিয়া লোকজন। এসময় ঐ কারখানার বেশ কিছু আনসার সদস্য ঘটনাস্থলে অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। খবর পেয়ে জায়গার মালিক গামারীতল এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র এজাহার আহমদসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে জায়গার মালিক পক্ষের উপর হামলা চালায়। এতে গুরুতর জখমপ্রাপ্ত হন এজাহার আহমদ (৫৩)। এছাড়া জাহেদ হাসান টিটু (২৫), মঞ্জুরুল ইসলাম (১৭) এস্কান্দার (৩০) ও জমির আহমেদ (৬০)সহ মালিক পক্ষের ৫ সদস্য আহত হন। আহত এজাহার আহমেদ জানান, আমাদের ৭ গন্ডা জায়গা ঐ স্টিল মিলস কারখানার লোকজন হঠাৎ জবর দখল শুরু করে। তারা সেখানে পাকাপাকিভাবে ঘেরা দেওয়া শুরু করলে আমি বাধা দিই। এই অপরাধে ভাড়াটিয়া সন্ত্রাসী ও আনসাররা আমার উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের আঘাতে আমার মাথা ফাটিয়ে দেয় তারা। পরে অন্যদের উপরও হামলা হয়। খবর পেয়ে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে এক পর্যায়ে আনসাররা ৮ রাউন্ড ফাঁকা গুলি চালায়। খবর পেয়ে সীতাকুন্ড সার্কেলের এএসপি সৈয়দ ইকবাল আলী, থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা উভয় পক্ষ মিলে ঘটনাটি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমি ঘূর্ণিঝড়ে আশ্রয় নেওয়া মানুষদের নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে সেখানে পুলিশ গেছে। এ বিষয়ে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে বসে ঘটনাটি মীমাংসা করে নিতে বলেছি। তবে গ্রামবাসীদের লক্ষ করে আনসারদের ফাঁকা গুলির কথা তার জানা নেই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *