সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ড জেলেপাড়ায় গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন এর উদ্যোগে গণশিক্ষা রংধনু স্কুল উদ্ভোধন

বাড়বকুণ্ড জেলেপাড়ায় গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন এর উদ্যোগে গণশিক্ষা রংধনু স্কুল উদ্ভোধন

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুন্ডের বাড়বকুন্ড জেলেপাড়ায় শিক্ষার হার বৃদ্দির লক্ষে বাড়বকুণ্ড গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের উদ্যোগে একটি গন শিক্ষা স্কুল উদ্ভোধন করা হয়,
আজ ২৭ মে বৃহস্পতিবার উদ্ভোধনে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা মানবিক পুলিশ শওকত হোসেন, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন সংগঠনের উপদেষ্টাও সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দীন,সমাজসেবক ইন্জিনিয়ার কামরুল_দ্দোজা, সীতাকুন্ড যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম, প্রথম আলো সীতাকুন্ড প্রতিনিধি সাংবাদিক কৃষ্ণচন্দ্র দাস, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যানঃ কামাল হোসেন, গরীবের_বন্ধু_যুব_ফাউন্ডেশন সংগঠনের চেয়ারম্যানঃ আবু তাহের, সভাপতিঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদকঃ বিশ্বজিৎমজুমদার (শিপন), অর্থ সম্পাদকঃ শুভ দাস, মানবতার বন্ধু সাইদুল_ইসলাম, ইমরান_হোসেন, ইন্জিঃ সোহরাব হোসেন, জিতু_কর্মকার জিতু কর্মকার, নুরুল_আমিন, গরীবের_বন্ধু_যুব_ফাউন্ডেশন সংগঠনের সকল সদস্যবৃন্দ,এবং বাড়বকুণ্ড জেলেপাড়ায় গন্যমান্যব্যক্তি বর্গ , সহ স্কুলের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

উদ্ভোধন শেষে অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা,কলম,পেন্সিল,রাবার,কাটার,বিতরন করেন,।
গরীবের_বন্ধু_যুব_ফাউন্ডেশন সংগঠন কে আরো শক্তিশালী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *