সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / বাড়বকুন্ডে গাছকেটে ব্যারিকেট দিয়ে গন ডাকাতি ::অস্ত্রবিহীন হাইওয়ে পুলিশ রোড ডাকাতদের কাছে অসহায় ::

বাড়বকুন্ডে গাছকেটে ব্যারিকেট দিয়ে গন ডাকাতি ::অস্ত্রবিহীন হাইওয়ে পুলিশ রোড ডাকাতদের কাছে অসহায় ::

Sitakund Road dakat tree Photoআব্দুল্লাহ আল ফারুক ও নির্দেশ বড়ুয়া , ২১আগষ্ট (সীতাকুন্ড টাইমস ডটকম)-
বাড়বকুন্ডে গাছ কেটে ব্যারিকেট দিয়ে নাইটকোচ যাত্রীদের সম্পদ রোডে ডাকাটি করেছে একদল ডাকাত। এসময় ডাকাতদের কোপে ১০/১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাত ৩টায় একদল রোড ডাকাত বাড়বকু- বাজার সংলগ্ন স্কুলের সামনে একটি বড় কড়ই গাছের ডাল কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেলে ব্যারিকেট দিলে এতে বেশ কয়েকটি নাইট কোচ আটকা পড়ে। এ সুযোগে ডাকাতেরা নাইট কোচে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ও স্বর্ণালংকার ব্যাগ ছিনিয়ে নেয়। বেশ কয়েকজন যাত্রী বাধা দিলে ডাকাতের সঙ্গে থাকা কিরিচ দিয়ে যাত্রীদের এলোপাতারি কুপিযে জখম করে। অনেক যাত্রী প্রাণ ভয়ে গাড়ী থেকে নেমে পশ্চিমে পাশে আশ্রয় নেয়। স্থানীয় মেম্বার মোঃ সেলিম জানায়, ডাকাতির খবর পেয়ে তিনি লোকজন নিয়ে রাস্তায় আসলে ডাকাতেরা পালিয়ে যায়। এসময় তিনি অনেক যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার কাছে কয়েক জন যাত্রী জানায় ডাকাতেরা লোকজন আসার টের পেয়ে কিছু পূর্বদিক রেল লাইনের দিক কিছু পশ্চিম দিকে গ্রামে পালিয়ে যায়। এদিকে ব্যারিকেট ও ডাকাতির খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও ততক্ষনে সব শেষ। সূত্রে আরো জানা যায় রাতে বা দিনে হাইওয়ে পুলিশ অস্ত্র বিহীন হাইওয়ে ডিউটি করে থাকে। আর রোড ডাকাতদের কাছে থাকে লম্বা কিরিচ, ককটেল, কাটা রাইফেল বা পিস্তল। এসব অস্ত্রের কছে হাইওয়ে পুলিশ অসহায় হয়ে পড়ে। অতি সম্প্রতি মুছা কলোনীতে ভোর রাতে একটি ডাকাতি কালে হাইওয়ে পুলিশ রাস্তার পশ্চিম পাশে আর ডাকাতরা পূর্ব পাশে ডাকাতি করছিল। অস্ত্রের ভয়ে পুলিশ এগিয়ে আসতে ভয় পাচ্ছিল। হাইওয়ে পুলিশের উপস্থিতিতে ডাকাতিকালে ভিকটিম যাত্রী ড্রাইভার কত যে অসহায় তা একমাত্র ভিকটিমই বলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *