সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে‘সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি’ আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪টায় সীতাকু- হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) আয়োজনে প্রস্তাবিত হাসপাতাল (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি পৌরসভা সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন। বিকেল ৪টায় সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. শাহরিয়ার আহমদ মিলন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুারিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি ও সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা
রোটারিয়ান মুহাম্মদ মুসলিম। তিনি বলেন ডায়াবেটিস রোগ একটি নিরব ঘাতক ব্যাধি। এই রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী ডিজিজ, চোখের সমস্যা দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয়। অবশেষে রোগী পঙ্গুত্ব ও মৃত্যু বরণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোহাম্মদ গিয়াসউদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ্ এবং ট্রেজারার খোরশেদ আলম, ননী গোপাল ট্রেজারার, দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, রেজাউল করিম বাহার, আলহাজ রেজাউল করিম বাহার চেয়ারম্যন ,সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, শিক্ষক আবু জাফর মো সাদেক, আলহাজ¦ মো. বেলাল হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *