সংবাদ শিরোনাম
Home / জাতীয় / ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিতে ও শপথ পড়াতে পারবেন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিতে ও শপথ পড়াতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত প্রধান প্রধান বিচারপতি- ‘বিচারপতি নিয়োগ ও শপথ’ পড়াতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারপতিদের নিয়োগ এবং শপথ পড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান প্রধান বিচারপতি- ‘বিচারপতি নিয়োগ ও শপথ’ পড়াতে পারবেন। ১৯৯১ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি নিয়োগ ও শপথ পড়িয়েছেন।

আনিসুল হক বলেন, আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে- একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতির ‘অনুরূপ’ দায়িত্ব পালন করতে পারবেন। ‘অনুরূপ’ বলতে একজন প্রধান বিচারপতি যা করতে পারতেন, তাই তিনি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *