সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মৎস্য অধিদপ্তরের উপ সহকারী পরিচালক-সাবেক ছাত্রনেতা বদরুল হাসানের ১০ম স্মরন সভা অনুষ্ঠিত

মৎস্য অধিদপ্তরের উপ সহকারী পরিচালক-সাবেক ছাত্রনেতা বদরুল হাসানের ১০ম স্মরন সভা অনুষ্ঠিত

মুহাম্মদ ইউসুফ খাঁন- সীতাকুন্ড টাইমস: ১৭ আগস্ট- শনিবার বিকাল ৪ ঘটিকায় সীতাকুন্ড সদরে জেলা পরিষদ অডোটরিয়ামে চাঁটগার বানী পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ ইউসুফের আয়োজনে – সমাজ উন্নয়ন সংগঠন ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের সহযোগীতায় সীতাকুন্ডের এককালীন কিংবদন্ততূল্য ভ্যানগাড ছাত্রলীগ নেতা মেধাবী নির্লোভ নিঃঅহংকার সংশপ্তক ছাত্রনেতা স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পূরোধা অকূতোভয় ছাত্রনেতা, মৎস অধিদপ্তরের সহকারী পরিচালক আ জ ম বদরুল হাসানের দশম তম মৃত্যূবার্ষিকী প্রথমবারের মত পালিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য সাবেক প্রতিভাবান ছাত্রনেতা – আ ম ম দিলশাদের সভাপতিত্বে ও চাঁটগার বানী পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ইউসুফের পরিচালনায় উক্ত স্মরন সভায় আলোচনায় অংশ গ্রহন করেনঃ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা জননেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননন্দিত জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মহিউদ্দীন আহমেদ মন্জু (সাবেক চেয়ারম্যান), ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি মোরশেদ আলম, সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দীন, সীতাকুন্ড সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দীন মানিক, সাবেক ছাত্রনেতা ও জাসদ নেতা আহমেদ হোসেন নিজামী, জাসদ নেতা ও সাবেক ছাত্রনেতা সাইফুল আক্তার, শিক্ষকনেতা ও সাবেক ছাত্রনেতা দীপক কান্তি ভট্টাচার্য, শিক্ষক নেতা বখতিয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, আওয়ামীলীগ নেতা এস এম রেজাউল করিম বাহার, চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, বর্নালী ক্লাব লিমিটেডের সভাপতি মশিউদ্দোলা, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহান চৌধুরী, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খাঁন সাজু, ইপসার আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা আ জ ম বদরুল হাসানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে গর্বস্বার আলোচনা করেন এবং তাঁর হার্ট এট্যাকে মৃত্যূ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের জন্য বিশাল শূন্যতা বলে দাবী করেন। আলোচকদের ভাষায় তাঁর পরিবার স্ত্রী পূত্র কন্যার খোঁজ খবর নেয়ার জন্য দায়িত্বশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। উল্লোখ্য যে, মরহুম আ জ ম বদরুল হাসান সীতাকুন্ডের আওয়ামী রাজনীতিতে ঈর্ষনীয় গৌরবোজ্জল নেতৃত্বের অগ্রনেতৃত্বের শ্রেষ্ঠত্বের দাবী রাখে। পরিশেষে তাঁর জান্নাত প্রার্থনায় দোয়া ও তবরুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন জননেতা আ ম ম দিলশাদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *