সংবাদ শিরোনাম
Home / বিনোদন / রোড ডাকাতরা খুশী !

রোড ডাকাতরা খুশী !

জেড এ আকাশ,৭ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)- janjat pic (1)
সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়। দারুণ সুযোগ। সীতাকুন্ডে ডাকাতরা মহা খুশী। বৃহস্পতিবার দুপুর থেকে সীতাকুন্ড রাস্তা ব্যারিকেডে যানজট। সীতাকুন্ডের রোড ডাকাতরা একেক করে মিলিত হতে থাকে। দিনের বেলায় তারা ঠিক করে কোন কোন স্পটে ডাকাতি করা নিরাপদ হবে। রাত যখন বারটা তখন শুরু হয় ডাকাতদের খেলা। পুলিশ নেই স্থানীয় জনসাধারনও নেই, নেই কোন বাধা। ১০/১২জনের একটি ডাকাত দল কুমিরা বাইপাস সড়কে হঠাৎ অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে বাসের ঘুমন্ত মানুষের উপর। সবার থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে সর্বসান্ত করে দেয়। অনেক যাত্রীকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমও করে। কোন প্রতিবাদ নেই। ডাকাতদের পুলিশ আসারও কোন ভয় নেই।  সীতাকুন্ডে দীর্ঘ ৪০কিমি যানজট সড়াতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই ফাঁকে ডাকাতরা তাদের কাজ হাচিল করে। ডাকাতরা কোন দলের না। তাদের হাত থাকে ক্ষমতাসীনদলসহ সব দলের সাথে। সবাই ভাগযোগ করে ডাকাতি কাজ চালায়। কুমিরায় ডাকাতের হাতে হামলার শিকার হয়ে নোয়াখালীর মাসুম ছোটকুমিরায় হাশেম টেলিকমে বিকাশের মাধ্যমে টাকা আনতে এসে কান্নায় জড়িত কন্ঠে বলে আমাদের কি দোষ। আমরা কেন ডাকাতির শিকার। সারা রাত গাড়িতে বসে থেকে অবশেষে সবকিছু হারালাম সকাল না হতে। এভাবে সীতাকুন্ডে বাঁশবাড়িয়া, বাড়বকুন্ডসহ বেশ কয়েকটি স্থানে গভীর রাতে যাত্রীরা হামলার শিকার হয় ডাকাতের হাতে। সীতাকুন্ড পুলিশ বেশ কয়েকটি স্থানে তৎপর হলেও যানজটের কারনে দ্রুত প্রদক্ষেপ নিতে হিমশিম খেতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *