সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে- জেলা শিক্ষা অফিসার এম ফরিদুল আলম হোসাইনী

শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে- জেলা শিক্ষা অফিসার এম ফরিদুল আলম হোসাইনী

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
জেলা শিক্ষা অফিসার এম ফরিদুল আলম হোসাইনী বলেছেন,শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।শিক্ষার্থীদেরকে যুগোপযোগী দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই জাতি দ্রুত এগিয়ে যাবে। শনিবার(২২ অক্টোবর) বিকালে চট্টগ্রামের বহদ্দারহাটের একটি রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা সভাপতি মুহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন,অধ্যক্ষ মাও:মুহাম্মদ আবুল বশর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত শিক্ষক সাতকানিয়া দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাষ্টের সেক্রেটারি দারুল ইহসান মহিলা মাদরাসার কৃতি শিক্ষক এ. কে. এম.নজরুল ইসলাম।

সংগঠনের জেলা সেক্রেটারী অধ্যাপক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অধ্যাপক শাহ আলম,অধ্যাপক জামাল উদ্দিন,অধ্যাপক নাজিম উদ্দিন,অধ্যাপক সফিউল আলম নুরী,অধ্যাপক এস,এম,শাহ আলম, মোকতারুজ্জমান, অধ্যাপক ওমর ফারুক,সাংবাদিক জাহাংগির, অধ্যাপক নেজাম উদ্দিন, শেখ মুহাম্মদ আলী, মুহাম্মদ শাহজাহান, আবুল কাসেম, আবু হানিফা ছিদ্দিক। অনুষ্টানে শিক্ষক ছাড়া ও বিভিন্ন পেশার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *