সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আবারও প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর ঃ বড়দারোগারহাট বাজারে শোকের মাতম

সীতাকুণ্ডে আবারও প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর ঃ বড়দারোগারহাট বাজারে শোকের মাতম

ইব্রাহিম শিকদার, সীতাকুণ্ড টাইমসঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার শুকলাল হাট ইউর্টানে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ির নাম মহিউদ্দিন ভূইয়া (৪৭) তিনি সীতাকুণ্ড বড়দারোগার হাট বাজার কমিটির সভাপতি বলে জানাগেছে।
এখবর বড়দারোগারহাট বাজারে পৌঁছালে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে শোকের মাতম তৈরী হয়।
তিনি দারেগারহাট পপি মেডিকেলের মালিক।
তার ভাগিনা আবুতাহের ভুট্টু জানান তার মামাদের পুরতান বাড়ি মহালংকা হলেও তারা বর্তমানে বড়দারোগারহাট বাজারে বাড়ি করে থাকে। তার স্ত্রী
প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা।তার কোন সন্তান ছিলনা।

হাইওয়ে পুলিশের এসআই মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহত ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিনের লাশ তার গ্রামের বাড়ী বড় দারোগার হাটে নেয়া হয়েছে। তিনি উক্ত এলাকার মৃত হাজী নাদেরুজ্জামান এর পুত্র।

স্থানীয় সুত্রে জানাযায়, দুপুরে ব্যবসায়ী মহিউদ্দিন উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। মূমূর্ষ অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুণিশ দূর্ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *