সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে জে এম আই কোম্পানীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

সীতাকুণ্ডে জে এম আই কোম্পানীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে জে এম আই কোম্পানী কর্তৃক বিভিন্ন মামলা ও হয়রানি করে ৯ একর জায়গা দখলের অভিযোগে প্রেসক্লাবে ভূক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে লিখিত বক্তব্যে রেহানা বেগম অভিযোগ করে বলেন, বাড়বকুণ্ড মান্দারীটোলা এলাকায় জে এম আই গ্যাস কোম্পানীর মালিক আবদুর রাজ্জাক ভূয়া দলিল মূলে ৪ একর এবং বিএস এর বিরুদ্ধে মামলা থাকার পরও ৫ একর জমিসহ মোট ৯ একর জমি জবর দখল করে ফ্যাক্টরী নির্মাণের কাজ চালায়। কিন্তু জমি খরিদ করার সময় আমরা নিষেধ করলেও তিনি আমাদের কথা না শুনে জবর দখলের জন্য খরিদ করে।

রেহানা বেগম আরো জানান,আমরা জমি রক্ষার জন্য প্রতিবাদ করলে আমার ভাই নাজিম উদ্দিনকে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে জেলও খাটায়।সন্ত্রাসীদের হোতা আবদুর রাজ্জাক তার লালিত পালিত সন্ত্রাসী মিজাজানুল হক,জসিম,জাবের,আমজাদ, এরশাদ, বাবলু, হানিফ, আহছান উল্যাহ ও ইমরুলসহ প্রকাশ্য ভাবে আমরা অসহায় পরিবারের উপর হামলা চালিয়ে অনেকবার গুরুতর আহত করে। রাজ্জাক আরো হুমকি দেয়,বেশী বাড়াবাড়ি করলে কারখানার পাশে যে জমিটুকু আছে সেগুলো ও ভিটা-বাড়ীসহ দখল করে নেবে।অথচ আমরা বিএস রেকর্ডীয় মালিক সৈয়দ আহমদ এবং আমার ফুফু সালেহা বেগম থেকে ১৯৭৭ সালে ৪ একর ৭০ শতক জমি খরিদ করি। অপরদিকে ২০০০ সালে আব্দুল কাদের জিলানীর জাল দলিল সৃজিত দলিল মূলে জে এম আই কোম্পানী ১৮/০৪/২০১৮ইং খরিদ করে।এ নিয়ে আদালতে মামলা থাকার পরও সে আরো অনেক জমি দখল করে।বর্তমানে আবদুর রাজ্জাকের জাল দলিলের বিরুদ্ধে পলিশের পিবিআই এর কাছে একটি মামলা তদন্তাধীন আছে।মামলা নং-৩০৬/১৯ইংইং।

ভোক্তভোগীরা এ অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের উর্ধত্বনের আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রেহানা বেগম, নাজিম উদ্দিন, রেহান আক্তার,শাহারাবান তোহরা,রুমা সুলতানা, ফারুক আহমেদ সুজন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *