সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুণ্ড কুমিরায় একটি নিটিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড।। প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ড কুমিরায় একটি নিটিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড।। প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডের কুমিরা মগপুকুর পাড়স্থ মামুন চৌধুরীর মালিকানাধীন রয়েল নিটিং টেক্সটাইল মিলে (গার্মেন্টস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি আশংকা করছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ মে) সকাল ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের
সুত্রপাত হলেও বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা পুরোপুরি বলা না গেলেও ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং থেকে আগুন লাগতে পারে। সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ,বন্দর এবং বায়েজিদ বোস্তামীর ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তিনি বলেন, গাড়ি যাওয়ার সুষ্টু পরিবেশ না থাকাতে ঘটনাস্থলে পৌছতে বেশ বেগ পেতে হয়েছে। স্থানীয় প্রত্যাক্ষ্যদর্শীরা জানান, সকল ১০ টার দিকে উক্ত ফ্যাক্টরীর ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে থাকে মূহুর্তের মধ্যে আগুন পুরো ফ্যাক্টরীতে ছড়িয়ে পড়ে। এখানে একটি নিটিং ও গোডাউন রয়েছে।রয়েল নিটিং এর পরিচালক বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকার মতো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম ম দিলসাদ ও কুমিরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *