সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড লোকালয়ে ১২ ফুট দৈর্ঘের অজগর, অভিনব কায়দায় ধরল যুবকরা

সীতাকুণ্ড লোকালয়ে ১২ ফুট দৈর্ঘের অজগর, অভিনব কায়দায় ধরল যুবকরা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলার পৌরসভা এলাকায় ১২ ফুট দৈর্ঘের একটি অজগর সাপের দেখা মিলেছে। দিনভর সাপটিকে ঘিরে এলাকাবাসীর মাঝে নানা কৌতূহল জন্মালেও ভীতিও কম ছড়ায়নি।
১৫ আগষ্ট রোববার দুপুরে পৌরসভাধীন ২ নং ওয়ার্ড পন্থিছিলা-উত্তর মহাদেবপুর এলাকার পুলিন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রামে অজগর সাপের সন্ধানের খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভীড় জমায়। পরে ওইদিন রাত এগারোটায় অভিনব কায়দায় সাপটিকে ধরে ফেলে গ্রামের যুবক মনির,বাহার, রায়হান ও কামাল। বন বিভাগকে অবহিত করা হলে তারা এসে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি নিয়ে যায়।

পুলিন মহাজন বাড়ির বাসিন্দা তুষার চৌধুরী বলেন, দুপুরে আমাদের বাড়ির ডোবায় অজগর সাপটির দেখা মেলে। এসময় সাপটি আমাদের দুটি হাঁসকে মেরে ফেলে। সারাদিন সাপটিই ডোবার পাড়েই দৃশ্যমান ছিল। এসময় উৎসুক জনতা সাপটিকে দেখতে আমাদের বাড়িতে ভীড় করে। বাড়িতে অজগর সাপ দেখতে পেয়ে আমরা বেশ শঙ্কিত ছিলাম।

সাপ ধরা যুবকদল বলেন, সাপটি যে দুটি হাঁসকে মেরেছে আমরা ওই মৃত হাঁসগুলো বাড়ির টিউবওয়েলের কাছে এনে রেখে পাশেই লুকায়িতভাবে অবস্থান করি। প্রায় ঘন্টা খানেক পর রাত এগারোটার দিকে সাপটি হাঁসগুলো খেতে আসলে আমরা মাছ ধরার জাল ছুড়ে মারি। এসময় বিশাল আকৃতির অজগরটি জালে আটকা পড়লে আমরা ধরতে সক্ষম হই।

এ বিষয়ে বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসার, উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সকালে সাপটিকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *