সংবাদ শিরোনাম
Home / শিক্ষা / সীতাকুণ্ড শেখপাড়া প্রাইমারী স্কুলে শহীদ মিনার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন

সীতাকুণ্ড শেখপাড়া প্রাইমারী স্কুলে শহীদ মিনার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন

নাছির উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ
‘ সীতাকুন্ডে ৯৮ টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বীর শহীদের স্বারণে প্রতিষ্ঠা করা হবে শহীদ মিনার। এ শহীদ মিনারের মাধ্যমে শিশুরা জানবে মুক্তিযোদ্ধার ইতিহাস। কারণ দেশের প্রতি শিশুদের দায়িত্ব জ্ঞান করে তোলতে শিক্ষার পাশাপাশি শিশুদের সামনে তোলে আনতে হবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর এ জন্যে শহীদ মিনার নির্মানের মাধ্যমে শিশুদের স্মরন করিয়ে দিতে হবে সংগ্রামী চেতনার স্মৃতি কথা।’
স্কুল পরিচালনা কমিটির সভাপতির নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনারের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন। আজ বৃহস্পতিবার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত শহীদ মিনার উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম জসিম।
এ সময় মঞ্চে বক্তব্য রাখেন, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মোস্তফা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুচ্ছোফা,সহকারী শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন, স্কুল প্রধান শিক্ষিকা কনা শীল, সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ আলম মেম্বার, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. শফি উল্লা, সেলিম কোরেশী, বাবু অমর শীল প্রমুখ। স্কুল প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনার উদ্ভোধন শেষে শহীদদের স্মরনে মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *