সংবাদ শিরোনাম
Home / বিনোদন / সীতাকুন্ডে প্রভাষকের বাগানে ফুটল ১৫টি নাইটকুইন

সীতাকুন্ডে প্রভাষকের বাগানে ফুটল ১৫টি নাইটকুইন

মো. নাছির উদ্দিন অনিক,২০আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড পৌরসভার ইদিলপুর ওয়ার্ডের যুবাইদিয়া মহিলা মাদ্রাসা সড়কস্থ ফখরুল ইসলামের বাড়ীতে রবিবার রাত্রে একসাথে ১৫টি নাইটকুইন ফুটেছে। তিন বৎসর আগে তাঁর মেয়ে দিলরুবা ইয়াছমিন শেলী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারা এনে লাগিয়ে ছিলেন। এই গাছটিতে প্রতি ২/৩ মাস অন্তত ১/২টি করে ফুটলেও গত রবিবার রাতে এক গাছে এক সাথে ১৫টি নাইটকুইন ফুটে। এতে তাদের পরিবারের সবাই খুবই আনন্দিত। দিলরুবা ইয়াছমিন শেলী বলেন, আমার সাথে অনেকে অনেক জায়গায় এই চারা লাগিয়েছেন কিন্তু কারো গাছে এখনো পর্যন্ত কোন নাইটকুইন ফুটেনি। আমার লাগানো গাছে আমার মা বাবার পরিচর্যায় প্রতি দুই তিন মাস পর পর ১/২টি করে ফুটে। এবার প্রথম একরাতে একসাথে ১৫টি নাইটকুইন ফুটেছে এতে আমি খুবই আনন্দিত। উল্লেখ্য এই নাইট কুইন গুলির স্থায়িত্ব মাত্র ৪ঘন্টা ছিল (রাত৭-১১) ৪ঘন্টা পর আস্তে আস্তে গুটিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *