সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে শিবিরের হরতাল পালিতঃ ৩ শিবির কর্মী আহত

সীতাকুন্ডে শিবিরের হরতাল পালিতঃ ৩ শিবির কর্মী আহত

খুরশেদ আলম,৩জুলাই (সীতাকুন্ড টাইমস ডটকম) ঃ
hartal-times ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতি দেলোয়ার হোসেনসহ নেতা কর্মীদের মুক্তি ও নিখোঁজ শিবির নেতাদের সন্ধানের দাবীতে ডাকা সকাল সন্ধ্যা হরতাল সীতাকুন্ডেও পালিত হয়েছে। হরতালের শুরুতেই সীতাকুন্ডে বেশ কয়েকটি স্থানে শিবিরের নেতা কর্মীরা পিকেটিং করতে দেখা গেছে। এসময় পেকেটাররা বেশ কয়েকটি ট্রাক ভাংচুর করে। পুলিশ কয়েকটি স্থান পেকেটারদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে বলে শিবির নেতারা অভিযোগ করেছে। শিবির নেতারা জানায় বাইপাস সড়কের মুখে এ এসআই তাপস শিবির কর্মীদের লক্ষ্যকরে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে শিবির কর্মী ভুট্টু,পাভেল,মনাখান আহত হয়েছে। সকালেই শিবিরের নেতা কর্মীরা ফৌদারহাট তুলাতলি,কুমিরা, গুলআহমদ, সোলতানা জুট,উপজেলা সদর, বটতলে পেকেটিং করে। তবে দিন বারার সাথে সাথে সিএনজি অটোরিক্সা চলা শুরু করে। উত্তর সীতাকুন্ডে থেমন গাড়ি না চললেও দক্ষিণ সীতাকুন্ডে অহরহ সিএনজি অটোটেক্সি চলতে দেখা গেছে। হরতাল চলা কালে কোন যাত্রীবাহি বাস না চললেও কিছু কিছু ট্রাক ও কভার্ডভ্যান চলছে। এদিকে হরতালের সমর্থনে ফেৌজদারহাট এলাকায় হরতালের সর্মথনে একটি মিছিল হয়েছে সাবকে জেলা শিবির নেতা আনোয়ার সিদ্দিকীর নেতৃত্বে। সকালে অনুষ্ঠিত মিছিলটি তুলাতলী,জলিল গিয়ে পুলিশের বাধার মুখে

এদিকে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায় হরতালে কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। রাস্তায় যান চলাচলে কোথাও কোন বাধা দিতে পারেনি। কিছু স্থানে হরতালপালন কারীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করেছে তবে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এদিকে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কুতুব উদ্দিন শিবলী জানায় জনগন শিবিরের দাবীর প্রতি সমর্থন দিয়ে হরতাল সফল করেছে।সরকার শিবিরের কেন্দ্রিয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন চালাচ্ছে যা মানবতাবিরোধী অপরাধের সামিল । যারা শিবির নেতাদের গুম,হত্যা,নির্যাাতন চালাচ্ছে তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি অবিলম্বে সারাদেশে কেন্দ্রিয় সভাপতিসহ শিবির নেতাদের মুক্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *