সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ড পৌরসদরে একটু বৃষ্টিতেই পানি বন্দি মানুষ || আটকা পড়েছে শতশত গাড়ি||

সীতাকুন্ড পৌরসদরে একটু বৃষ্টিতেই পানি বন্দি মানুষ || আটকা পড়েছে শতশত গাড়ি||

নিজস্ব প্রতিবেদক,২৭জুন (সীতাকুন্ড টাইমস ডটকম )- Sitakund-Rain-Photo-times
সীতাকুন্ডে একটু বৃষ্টিতেই পানি বন্দি হয়েছে পৌরবাসী। ২৭ জুন ভোর থেকে বৃষ্টি শুরু হলে সীতাকুন্ড পৌরসভার গ্রামগুলো পানিতে বন্দি হয়ে যায়।সীতাকুন্ড গোডাউন রোডটি মুহুর্তেই হাটু পানিতে ডুবে যায়। আটকে পড়ে শতশত মানুষ। সকাল থেকে বাসা থেকে বের হতে পারেনি অনেকেই। যারা বের হয়েছে তারা এক কোমর পানিতে ভিজে আবার বাসায় ফিরছে। এসময় রাস্তায় এসে ছেলেরা জাল মেরে মাছ ধরতে দেখা গেছে। একই ভাবে উপজেলা পরিষদের ক্যাম্পাস ও আশে পাশে এলাকা সকালেই পানিতে ডুবে যায় । ফলে উপজেলা প্রশাসনিক কার্যক্রম অনেকটা ব্যাহত হয়েছে। সীতাকুন্ড নামার বাজার,আমিরাবাদ,শিবপুর, শেকপাড়া,সোবহানবাগ পাড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। সোবাহান বাগের শিক্ষিকা ছালেহা বেগম জানায় তার বাসার আশে পাশের রাস্তা ডুবে যায় ফলে বাসায় আসতে তার খুব কষ্ট হয়েছে। এদিকে স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের উপস্থিতি খুব কম ছিল। কয়েক ঘন্টার পর স্কুল গুলো ছুটি হয়েগেছে। ইদিলপুর যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির জানায় বৃষ্টি ও পানির কারনে ছাত্রীদের উপস্থিতি খুব নগন্য ছিল যার কারনে ২ঘন্টা পর মাদ্রাসা ছুটি হয়ে যায়। একই ভাবে প্রাথমিক স্কুল,হাইস্কুল কলেজে ক্লাশ হয়নি। এদিকে সকাল থেকে ঢাকা ট্রাংক রোডে কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা হওয়ার কারনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে। একদিকে মুষল ধারে বৃষ্টি অন্যদিকে যানজটে যাত্রীরা অসহনীয় দুর্ভোগ পুহাতে হয়েছে। এসময় চট্টগ্রাম থেকে আসা শতশত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তারা আটকে পড়ে। এবি ব্যাংকের সীতাকুন্ড শাখার সেকেন্ড অফিসার মনির জানায় তিনি কুমিরা থেকেই যানজটে পড়ে বৃষ্টিতে ভিজে অবশেষে ২ঘন্টা পর ব্যাংকে আসি। এভাবে অনেক কর্মকর্তা যথাসময়ে অফিসে আসতে পারেনি। সীতাকুন্ড বালিকা কলেজের প্রভাষক দিদারুল আলম জানায় রাস্তায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে দেখিনি তবু কুমিরা থেকে সীতাকুন্ডে আসতে দীর্ঘ ২ঘন্টা সময় লেগেছে। এদিকে শেখপাড়ার সালাউদ্দিন জানায় গভীর রাত থেকে সীতাকুন্ড সদরে যানজট সৃষ্টি হয়ে তা দুপুর পর্যন্ত চলে। অভিজ্ঞ মহল মনে করেছে পৌরসদর এলাকায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় পৌরসদরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার ছোট ছোট ছড়া গুলো খনন করে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করলে পৌরসদর থেকে জলবদ্ধতা দূর হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *