সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ড পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা

সীতাকুন্ড পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা

নির্দেশ বড়ুয়া,৪জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম) ঃ
times-4
সীতাকুন্ড পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে পৌরসভার মেয়র নায়েক (অবঃ) সফিউল আলম। ৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে পৌর সচিব মাস-উদ-মোরশেদের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শামছুল আলম আজাদ,জয়নাল আবেদীন,সফিউর আলম মুরাদ,পৌর হিসাব রক্ষক মোঃ ফয়েজ আহম্মদ,সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি এম হেদায়েত, উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহাকারী প্রকৌশলী সজীব চাকমা। পরে পৌর মেয়র নিজে বাজেট ঘোষণাকালে বলেন, আগামী ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষণায় মোট আয় ধরা হয়েছে ১৮,১৮,৪৮,৫২৪/= টাকা, ব্যয় ধরা হয়েছে ১৭,৫২,০০,০০০/= টাকা, স্থিতি আছে-৬৬,৪৮,৫২৪/= টাকা। বিগত সংশোধিত ২০১২-২০১৩ অর্থ বছরে বাজেট ছিল মোট আয়-৭,৩৭,২০,০২৪/=টাকা, ব্যয় ছিল ৬,৮৪,০৮,৫০০/=টাকা এবং স্থিতি ছিল ৫৩,১১,৫২৪/=টাকা। পৌর মেয়র আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে অন্যান্য বছরের চেয়ে এবার স্বল্প পরিসরে বাজেট অনুষ্ঠানের আয়োজন করেছি। পৌরসভার নিজস্ব আয়, রাজস্ব আদায়, সরকার কর্তৃক উন্নয়ন তহবিলের সহায়তায় এবং বিভিন্ন প্রকল্প ভিত্তিক উন্নয়ন মূলক কাজে মোট আয় নির্ধারণ করা হয়েছে, ১৮ কোটি ১৮ লক্ষ ৪৮ হাজার ৫২৪ টাকা। এছাড়া বর্তমান ২০১৩ থেকে ২০১৪ অর্থবছরে সীতাকুন্ড পৌর সভা এলকায় ৯টি কার্পেটিং সড়ক, ১৩ টি মেকাডম ও সিলেটি পাথর দ্বারা অসম্পন্ন সড়ক, ৬টি আর সি সি সড়ক, ৩১টি কালভার্ড ও ব্রিজ, ৪৭০টি লাইট, বিদ্যুৎ খুঁটি ১৫০টি, প্রাথমিক বিদ্যালয় ২টির নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন মঠ-মন্দির, মসজিদে অনুদান প্রদান করা হয়েছে প্রয়োজন মতো। বিশেষ ভাবে উল্লেখ যে, সাম্প্রতিক সময়ে বর্ষায় পাহাড়ি ঢলে পৌরসভাধীন অধিকাংশ সড়ক, কালভার্ড ক্ষতি গ্রস্থ হয়েছে। তাই এসবের সংস্কার ও উন্নয়নে এবার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *