সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ২৮ সেপ্টেম্বর থেকে সীতাকু‌ণ্ডে নতুন ভোটার‌দের জাতীয় প‌রিচয়পত্র বিতরণ শুরু

২৮ সেপ্টেম্বর থেকে সীতাকু‌ণ্ডে নতুন ভোটার‌দের জাতীয় প‌রিচয়পত্র বিতরণ শুরু

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
আগামী জ‌তীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে নতুন ভোটার‌দের মা‌ঝে জাতীয় প‌রিচয়পত্র বিতরণ করা হ‌চ্ছে সীতাকু‌ণ্ডের বি‌ভিন্ন ইউনিয়‌নে। ২০১৪ থেকে ২০১৭ ইংরেজী সময়ে যারা ভোটার তালিকাভূক্ত তারাই কার্ড পাবেন।
সীতাকুণ্ড উপ‌জেলা নির্বাচন অফিসের তত্বাবধা‌নে এসব কার্ড‌ বিতরণ করা হ‌বে। ত‌বে তা স্মার্ট কার্ড নয়, বর্তমান প্রচলিত পেপার লেমিনেটেড আইডি কার্ড।

প্রথম দফায় পৌরসদর, ১নং থেকে ৪ নং ইউনিয়নের ভোটারদের মাঝে।

এজন্য এরি ম‌ধ্যে বি‌ভিন্ন ইউনিয়ন প‌রিষদ থে‌কে স্ব স্ব এলাকার ভোটার‌দের বিষয়‌টি জা‌নি‌য়ে নো‌টিশ দেয়া হ‌য়ে‌ছে।
নিদিষ্ট তারিখে আইডি কার্ড নিতে না পারলে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থে‌কে সংগ্রহ করা যা‌বে।
কার্ড বিতারনের সময়সূচীঃ সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত। ২৮ সে‌প্টেম্বর ১নং সৈয়দপুর ইউনিয়ন। ২৯ সে‌প্টেম্বর ২নং বারৈয়াঢালা ইউনিয়ন। ০৫ অক্টোবর সীতাকুন্ড পৌরসভা। ০৬ অক্টোবর ৪নং মুরাদপুর ইউনিয়ন।
পর্যায়ক্রমে বাকী ইউনিয়নের ভোটার আাইডি কার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *