সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সোনাইছড়ি ইফতার মাহফিলে লায়ন আসলাম চৌধুরী এফসিএ|| স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংসকারীদের জনগণ প্রত্যাখান করেছে ব্যালটের মাধ্যমে||

সোনাইছড়ি ইফতার মাহফিলে লায়ন আসলাম চৌধুরী এফসিএ|| স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংসকারীদের জনগণ প্রত্যাখান করেছে ব্যালটের মাধ্যমে||

সোনাইছড়ি প্রতিনিধি, ২০জলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ,তাদের ইশারায় বিএনএফ নামক রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। ষড়যন্ত্র যতই করুক বিএনপি দেশের জনপ্রিয় একটি দল ,এই বিএনপি বার বার দেশ পরিচালনা করেছে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে। এই দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া । সারা বাংলাদেশে যার জনপ্রিয়তা সব চেয়ে বেশি। দেশ ও জাতির উন্নয়ন এবং স্বাধীনতা,স্বাভৌমত্ব রক্ষা করার জন্য এদেশের জনগণ বিএনপি তথা ধানের শীষে বার বার নির্বাচিত করেছে এবং দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছে ,কিন্তু দেশে জনগনের রায়কে চুরি করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মহল। বর্তমান সরকার দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাকশালী কায়দায় বিভিন্ন কৌশলে মানুষকে হত্যা,গুম,নির্যাতন,নিপিড়ন,মামলা,হামলা করছে। সাধারণ মানুষও তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই বাকশালী সরকারকে প্রত্যাখান করে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। তারপরও যদি নির্বাচন কমিশন অস্তিতবিহীন ভুয়া কোন দলের নিবন্ধন দেয় তাহলে তত্ত্বাধায়ক আদায় এর দাবীর পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে জোরধার আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম চৌধুরী এফসিএ। তিনি গত ১৯ জুলাই সীতাকুন্ড সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। শহীদুল্লাহ বাদশাহ প্যালেস কমিনিউটি সেন্টারে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি তফাজ্জল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চেয়ারম্যানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদল সভাপতি ইসহাক কাদের চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক ইউনুচ চৌধুরী,যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চেয়ারম্যান,দিদারুল ইসলাম মাহমুদ,জহুরুল আলম জহুর,কামাল উদ্দিন,আবুল বশর ভ’ইয়া,জেলা যুবদল সভাপতি কাজী সালাহ উদ্দিন,জেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরসালিন,বদিউল আলম বদরুল, সালামত উলাহ,রবিউল হক,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নেলী,যুব সভাপতি ফজলুল করিম চৌং,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রাজু,সেচ্চাসেবক দলের সভাপতি গোলাম সরোয়ার চৌধুরী,সাধারণ সম্পাদক সোলাইমান রাজ,ছাত্রদল সভাপতি আরঙ্গজেব মোস্তফা,সাধারণ সম্পাদক জাহিদুল হাসান,হারুনুর রশিদ ইব্রাহিম,তসলিম উদ্দিন ,মমতাজ উদ্দিন আহমদ,জসিম উদ্দিন হেলালী,আজিজুর রহমান,নুরুল আমিন লিটন,শাহনাজ আক্তার মেম্বার,রহিমা আক্তার মেম্বার,ইফতেখার আহমেদ জুয়েল,আলাহউদ্দিন মনি,সাহাবুদ্দিন,মুসলিম উদ্দিন,ইরফানুল হাসান রকি,সাইফুল ইসলাম,এডভোকেট ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *