কামরুল ইসলাম দুলু,২৭এপ্রিল(সীতাকুণ্ড টাইমস)-::
” আমার রুম, আমার হল, আমার বিশ্ববিদ্যালয় আমিই রাখিবো পরিস্কার ” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগামের হজরত আবু বকর (রা) হলের উদ্যেগে ২৭এপ্রিলে এক পরিস্কার পরিছন্নতা অভিযান হল প্রাঙ্গনে হল প্রধান নকিব রশিদ আহমদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
দাওয়া এন্ড ইসলামিক স্ট্যাড়িজ বিভাগের সহকারী অধ্যাপক, আ ফ ম নুরুজ্জামান এর সভাপতিত্বে আনূষ্ঠিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্টানে প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, মু:সাইদুল ইসলাম, ডি বি এ ডিপার্টমেন্ট এর কো অডিনেটর মু: জুনাইদ কবির, কুর’আনিক সায়েন্স এন্ড ইসলামিক স্ট্যাডিজ এর সহকারী অধ্যাপক মু: হারুনুর রশিদ, আইন বিভাগের প্রভাশক মু নাসির উদ্দিন, আরো উপস্হিত ছিলেন আইন বিভাগের ল ক্লাব এর ছাত্র প্রতিনিধি মু:সাইফুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ ক্লাব এর ভাইস প্রেসিড়েন্ট মু: মাঈন উদ্দিন ফয়সাল, কুর’আনিক সায়েন্স ক্লাব এর সদস্য মু:মামুনুর রশিদ, মু:হাসানুল বান্নাহ সহ বিশ্ববিদ্যালয় কমর্কতার, কর্মচারী এবং ছাত্ররা উপস্হিত ছিলেন।