নিজস্ব প্রতিবেদক,২২মার্চ(সীতাকুণ্ড টাইমস)-সীতাকুণ্ড ছলিমপুর ইউনিয়নের ফকির হাট এলাকার বিএনপি নেতা বার্তমান ইউপি নির্বচনে মেম্বার প্রার্থী রুকন উদ্দিনকে সোমবার রাতে নিজ বাড়ি থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আটক করার খবর পাওয়া গেছে। দলীয় সূত্রে জানাযায় রাতে সে নির্বাচনী প্রচরানা শেষে বাড়ি যাওয়ার সাথে সাথে র্যাব, পুলিশ বাড়ি ঘেরাও করে তাকেে আটক করে নিয়ে যায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লাহ জানান, রাতে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় রোকন নামে এক সন্ত্রাসীকে আটক করার সময় তার সহযোগী সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসী রোকন উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। গুলিতে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
Home / ইউনিয়ন সংবাদ / ছলিমপুরের মেম্বার প্রার্থী বিএনপি নেতা রুকন উদ্দিনকে বাড়ি থেকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী